গোমনাতি ইউনিয়নে ছোটবড় কিছু স্পোর্টিং ক্লাব আছে। গোমনাতি বাজারে তরুন একাদশ স্পোর্টিং ক্লাব আছে। এটি অনেক সক্রিয় এবং নিয়মিত খেলাধুলা পরিচালনা করে থাকে। এছাড়াও দক্ষিন আমবাড়ী ০৪নং ওয়ার্ডে আলোর মিশিল নামে একটি স্পোর্টিং ক্লাব আছে যার সদস্য সংখ্যা ২৫০জন। সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে ২০১৭ইং সালে।
আর ও একটি উত্তর আমবাড়ী ০১ ও ০২ নং ওয়ার্ডে শুকনাপুকুর বাজারে শুকনাপুকুর বাজার খেলোয়ার কল্যান সমিতি নামে একটি স্পোর্টিং ক্লাব আছে। যার সদস্য সংখ্যা ১০০জনে মত। প্রতিষ্ঠাকাল ২০১০ইং সাল। এছাড়াও মৌজা গোমনাতিতে খুশিপাড়ায় খুশিপাড়া একতা যুব সংঘ নামে আর ও একটি স্পোর্টিং ক্লাব আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস