১। ইউনিয়নকে জানুন এক নজরে জেলা থেকে প্রায় ৩৮ কিঃমিঃ উত্তরে অবস্থিত। গোমনাতী ইউনিয়নের উত্তরে কেতকীবাড়ী ইউপি ও ভারত, দক্ষিণে বামুনিয়া ও পাঙ্গা মটুকপুর ইউপি, পূর্বে ডিমলা থানা, পশ্চিমে জোড়াবাড়ী ও কেতকীবাড়ী ইউপি।
ইউনিয়নের আয়তন ১১.০৬ বর্গমাইল।
মৌজার সংখ্যা ০৬টি।
লোক সংখ্যা ৩৫০২২ জন।
ভোটার সংখ্যা পুরুষ- ৬৯৬৯ জন, মহিলা- ৭০৭৫ জন, মোট- ১৪০৪৪ জন।
যোগাযোগ ব্যবস্থা সড়ক পথ।
দর্শনীয় স্থান মরহুম হাজী তছির উদ্দিন দরবেশ সাহেব এর মাজার, মরহুম বাচ্চা পীড় সাহেব এর মাজার এবং বন বিভাগ।
হাটবাজার ৩টি, (আমবাড়ী হাট)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস