Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন তথ্য বাতায়ন নতুন ভার্সনে আপডেট এর কাজ চলছে কোন তথ্য না পেয়ে থাকলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি- 

মোঃ আশরাফুল ইসলাম, ইউডিসি পরিচালক  মোবাইল: 01713-721166

গোমনাতি ইউপি তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম***ইউনিয়ন পরিষদে আসুন, নাগরিক সেবার পাশাপাশি  ব্যাংকিং সেবা গ্রহন করুন**


পূর্ববর্তীমামলার রায়

যে সকল মামলা পানপট্টি ইউনিয়ন পরিষদের হয়েছে।  তা বছর ভিত্তিক  পুর্ববর্তী মামলার রায়  ফাইল আকারে ইউনিয়ন পরিষদের রাখা হয়েছে।  তাছাড়া  কোন মামলা পুনরায় চালু করার জন্য ঔ মামলার কাগজপত্র  উত্থাপন করা হয়।

পূর্ববর্তী মামলার রায়

এ ফরমে গ্রাম আদালতের আদেশ দেওয়া / রায় দেওয়া হয়।

আদেশ নামা

উজিরপুর  ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত

 

মামলার নম্বর:-------------------- মামলার ধরন:-----------------------------------------

আবেদনকারী:----------------------- প্রতিবাদী:------------------------------------------

আদেশ নম্বর ও তারিখ

আদেশের বিবরণ ও চেয়ারম্যানের স্বাক্ষর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্ববর্তী মামলার রায় ‍:

 

 

বাদী                                                           বিবাদী

অলি মিয়া                                                         নোয়াব আলী

পিতা : আমির হোসেন                                     পিতা:  ফয়েজ আহম্মেদ

গ্রাম : মৌজা গোমনাতি                                         গ্রাম : সুন্দরখাতা

ডাকঘর : গোমনাতি                                           ডাকঘর : খড়িবাড়ী

উপজেলা : ডোমার, জেলা: নীলফামারী।                      উপজেলা: ডিমলা, জেলা: নীলফামারী

 

মামলার তারিখ : ২৮/০৬/২০১৫ইং

 

মামলা নিঃস্পত্তির তারিখ : ২৮/০৬/২০১৫ ইং

 

মামলার কারন : জমি জমা সংক্রান্ত দন্দ (মারামারি, নীলা-ফুলা জখম)।

 

মামলার রায় : স্থানীয় ভাবে আপোষ মিমাংশা করা হইয়াছে।