সম্মানিত গোমনাতি ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম। সোনালী সমৃদ্ধ দিন ফিরিতে আনতে” ইউপি কর দিন” । “যদি থাকে কুড়েঘর তবুও দিব ইউনিয়ন কর”।
একটি জরুরী ঘোষনা**** একটি জরুরী ঘোষনা
এতদ্বারা অত্র ইউনিয়নের জনসাধরনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জন্ম ও মৃত্য নিবন্ধন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি অগ্রাধিকার কার্যক্রম। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে এবং কোন ব্যক্তি মৃত্যুবরনের ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামুলক করা হয়েছে। আপনার শিশুর জন্মের পরপরেই অথবা ০ থেকে ০১ বছরের মধ্যেই এবং কোন ব্যক্তি মৃত্যুর পর আপনার নিজ নিজ ওয়ার্ডের গ্রাম পুলিশের সাথে যোগাযোগ করে নিবন্ধন করার জন্য বিশেষভাবে বলা যাইতেছে। যদি কেউ নিদিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ না করেন বা সঠিক তথ্য দিয়ে সহায়তা না করেন তাদের জন্য ৫০০০ হাজার টাকা জরিমানা বা ১ বছরের কারাদন্ড অথবা উক্ত পরিবারকে সরকারী-বেসরকারী সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে।
বিষয়টি অতীব জরুরী।
ধন্যবাদান্তে। চেয়ারম্যান, আহম্মেদ ফয়সাল(শুভ),৩নং গোমনাতি ইউনিয়ন পরিষদ,ডোমার,নীলফামারী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস