শিরোনাম
গত ০২/০৮/২৩ইং "যত্নে রাখি শিশু ও মা-গড়ি আগামীর সম্ভাবনা" মা ও শিশুর ভাতার অনলাইন আবেদন/২৩ইং শুরু হয়েছে। আবেদন করতে চলে আসুন গোমনাতি ইউপি ডিজিটাল সেন্টার ২য় তলায়
বিস্তারিত
"যত্নে রাখি শিশু ও মা-গড়ি আগামীর সম্ভাবনা" মা ও শিশুর ভাতার অনলাইন আবেদন/২৩ইং শুরু হয়েছে। আবেদন করতে চলে আসুন গোমনাতি ইউপি ডিজিটাল সেন্টার ২য় তলায় ।
প্রিয় গোমনাতি ইউনিয়নবাসী
মা ও শিশু সহায়তা কর্মসূচীর আবেদন শুরু হয়েছে
আবেদন করতে যা যা প্রয়োজনঃ
১. আবেদনকারীর ৪-৬ মাসের গর্ভাবস্থায় থাকতে হবে
২. আবেদন কারী বয়স ২০-৩৫ বছর হতে হবে
৪. আবেদনকারী অবশ্যই প্রথম বা দ্বিতীয় গর্ভাবস্থা হতে হবে।
৫. স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর থেকে প্রদত্ত এ এনসি কার্ড
৬. নিজ নামে নিবন্ধীত মোবাইল নম্বর থাকতে হবে।
৭. নিজস্ব মোবাইল ব্যাংকিং/এজেন্ট ব্যাংকিং/অনলাইন ব্যাংক একাউন্ট সহ আবেদন করতে হবে।
গোমনাতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার