Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন তথ্য বাতায়ন নতুন ভার্সনে আপডেট এর কাজ চলছে কোন তথ্য না পেয়ে থাকলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি- 

মোঃ আশরাফুল ইসলাম, ইউডিসি পরিচালক  মোবাইল: 01713-721166

গোমনাতি ইউপি তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম***ইউনিয়ন পরিষদে আসুন, নাগরিক সেবার পাশাপাশি  ব্যাংকিং সেবা গ্রহন করুন**


শিরোনাম
গত ০২/০৮/২৩ইং "যত্নে রাখি শিশু ও মা-গড়ি আগামীর সম্ভাবনা" মা ও শিশুর ভাতার অনলাইন আবেদন/২৩ইং শুরু হয়েছে। আবেদন করতে চলে আসুন গোমনাতি ইউপি ডিজিটাল সেন্টার ২য় তলায়
বিস্তারিত

"যত্নে রাখি শিশু ও মা-গড়ি আগামীর সম্ভাবনা"  মা ও শিশুর ভাতার অনলাইন আবেদন/২৩ইং শুরু হয়েছে। আবেদন করতে চলে আসুন গোমনাতি ইউপি ডিজিটাল সেন্টার ২য় তলায় ।

প্রিয় গোমনাতি ইউনিয়নবাসী
মা ও শিশু সহায়তা কর্মসূচীর আবেদন শুরু হয়েছে
আবেদন করতে যা যা প্রয়োজনঃ
১. আবেদনকারীর ৪-৬ মাসের গর্ভাবস্থায় থাকতে হবে
২. আবেদন কারী বয়স ২০-৩৫ বছর  হতে হবে
৩. এন.আইডি কার্ড 
৪. আবেদনকারী অবশ্যই প্রথম বা দ্বিতীয় গর্ভাবস্থা হতে হবে।
৫. স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর থেকে প্রদত্ত এ এনসি কার্ড 
৬. নিজ নামে নিবন্ধীত মোবাইল নম্বর থাকতে হবে।
৭. নিজস্ব মোবাইল ব্যাংকিং/এজেন্ট ব্যাংকিং/অনলাইন ব্যাংক একাউন্ট সহ আবেদন করতে হবে। 
গোমনাতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/08/2023
আর্কাইভ তারিখ
31/12/2024