এত দ্বারা ৩নং গোমনাতি ইউনিয়ন পরিষদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ২০২৩-২৪ অর্থবছরের জন্য বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধীভাতার অনলাইন আবেদন চলছে। তাই আবেদন করতে চলে আসুন গোমনাতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার (২য় তলায়)।
আবেদনের সময় যেসব কাগজপত্র সঙ্গে নিয়ে আসবেনঃ
• বয়স্ক ভাতার ক্ষেত্রে কাগজ পত্রাদি
• ভোটার আইডি কার্ডের ফটোকপি
• নগদ একাউন্ট খোলা হয়েছে এমন সচল মোবাইল নম্বর
• পাস্পোর্ট সাইজ ০২কপি ছবি
• বয়স পুরুষ-৬৫ বছর ও মহিলা ৬২ বছর হতে হইবে
•
প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কাগজপত্রাদি
• ভোটার আইডি অথবা ডিজিটাল জন্ম সনদের ফটোকপি
• নগদ একাউন্ট খোলা হয়েছে এমন সচল মোবাইল নম্বর
• পাস্পোর্ট সাইজ ০২কপি ছবি
• সুবর্ন নাগরিক কার্ডের ফটোকপি¬
•
• বিধবা ভাতার ক্ষেত্রে কাগজ পত্রাদি
• ভোটার আইডি কার্ডের ফটোকপি
• নগদ একাউন্ট খোলা হয়েছে এমন সচল মোবাইল নম্বর
• স্বামীর মৃত্য সনদের ফটোকপি
• পাস্পোর্ট সাইজ ০২কপি ছবি
•
• স্বামী নিগৃহীতা ভাতার ক্ষেত্রে কাগজ পত্রাদি
• ভোটার আইডি কার্ডের ফটোকপি
• নগদ একাউন্ট খোলা হয়েছে এমন সচল মোবাইল নম্বর
• তালাক নামার ফটোকপি
• পাস্পোর্ট সাইজ ০২কপি ছবি
বিঃদ্রঃ সঠিক আবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই প্রক্রিয়া চলবে। তাই সঠিকভাবে আবেদন করতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার এ যোগাযোগ করার জন্য বলা হইলো৷
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস