গোমনাতি ইউনিয়নে ছোট বড় প্রায়ই বাজার ০৭টি বাজার ও ০১টি বড় হাট রয়েছে। বাজারের নামঃ (১) গোমনাতি বাজার (২) চৌরঙ্গী বাজার (৩) ফুলবাড়ী বাজার (৪) সন্নাসীতলা বাজার (৫) শুকনাপুকুর বাজার (৬) বিএনপির বাজার (৭) আমেনার বাজার।এসব বাজার সপ্তাহে প্রতিদিনই বসে। প্রচুর লোকের সমাগম হয়। নিত্যদিনের অত্র গোমনাতি ইউনিয়নের জীবন জীবিকার নিমিত্তে সব ধরনের পন্যের চাহিদা মিটায়। সব ধরনের পন্য সামগ্রী পাওয়া যায়।
আর অত্র ইউনিয়নে নামকরা ও প্রসিদ্ধ একটি হাট যথা আমবাড়ী হাট রয়েছে। এটি অনেক পুরোনো একটি হাট । সপ্তাহে ২ দিন যথা শুক্রবার ও মঙ্গলবার হাট বসে। হাটে গরু মহিষ,ছাগল,সাইকেল ,তামাক।মরিচ,ধান,পাট সহ সব ধরনের পন্য পাওয়া যায়। অনেক দূর দূরান্তের মানুষের সমাগম ঘটে এতে। সাধারনত বিকেল ৩.০০টা থেকে ৫.০০টা পর্যন্ত জনসমাগম বেশি হয়।
গোমনাতি,ডোমার,নীলফামারী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস