গোমনাতি ইউনিয়নে কয়েকটি এনজিও সংস্থা আছে। (১) ব্রাক (২) আশা (৩) আরডি আর এস (৪) ই এস ডি ও
কার্যক্রমঃ এন.জি.ও (ন।গো।এ) নন গভারন্মেন্ত Organisation বলতে আমরা বুঝি বেসরকারী সংস্থা বা প্রতিষ্ঠান। আমরা জানি দীর্ঘদিন হল এন.জি.ও গুলো বাংলাদেশে দরিদ্র নিপীড়িত দুঃস্থ, পিছে পড়া অধিকার বঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করে আসছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ১৬কোটি মানুষই এন.জি.ও প্রতিষ্ঠানগুলোর কর্মকান্ডের সাথে পরিচিত। বাংলার সকল দরিদ্র জনগণের ঘরে ঘরে এদের কর্মকান্ড ছড়িয়ে পড়েছে। জানা যায়, এন.জি.ও-এর নিকট থেকে বর্তমানে ক্ষুদ্র ঋণগ্রহীতার সংখ্যা প্রায় ৪ কোটি। অনেকের মতে আরও বেশী হতে পারে। এর প্রকৃত সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। এন.জি.ও গুলো গরীবের বন্ধু, অসহায় শ্রেণীর জন্য বর ইত্যাদি প্রচারিত হওয়ার পর থেকে তথায় গরীব দুঃখী লোকের ভিড় লেগে গেছে। এন.জি.ও সংস্থার দ্বারা বিপদগ্রস্ত অসহায় লোক উপকার পাচ্ছে তাতে কোন সন্দেহ নেই।এন.জি.ও প্রতিষ্ঠানগুলো ল্যান্ড মর্গেজ বা সম্পত্তি বন্ধক ছাড়াই কিস্তিভিত্তিক ঋণ দেয়ার জন্য ব্যবস্থা চালু করেছে।
গোমনাতি আশা অফিস দক্ষিন আমবাড়ী ৫নং ওয়ার্ডে আমবাড়ী হাট সংলগ্ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস